র্ধমঘটে আটকে রাখে এম্বুলেন্স
সংগৃহীত ছবি

র্ধমঘটে আটকে রাখে এম্বুলেন্স, হাসপাতালে নেওয়ার পথে ৭ দিনের শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ র্ধমঘটে আটকে রাখে এম্বুলেন্স , হাসপাতালে নেওয়ার পথে ৭ দিনের শিশুর রাস্তায় মৃত্যু হয়।

র্ধমঘট চলাকলে পরিবহন শ্রমিকরা সাধারন গাড়ি চলাচল বন্ধের পাশাপাশি কোন স্কুল-কলেজ এমনি এম্বুলেন্স ও রাস্তায় চলাটল করতে দেয়নি।

২৮ অক্টোবর দুপুরে মৌলভীবাজারের বড়লেখায় অ্যাম্বুলেন্স আটকে রাখলে ৭ দিনের এক শিশুর মৃত্যু হয়। নিহত শিশুর বাড়ি বড়লেখা সদর ইউনিয়নের অজমির গ্রামে।

শিশুর চাচা বলেন, শিশুটি গত রাত থেকে অসুস্থ থাকায় সকালে শিশুটিকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার ডাক্টার তাকে দ্রুত সিলেট

সদর হাসপাতালে নেওয়ার জন্য বলেন। হাসপাতালে যাওয়ার পথে  বিভিন্ন জায়গায় বিনা কারনে এম্বুলেন্স আটকে রাখে আবার ছেড়ে দেয় ।

এমতা অবস্থায়  চান্দগ্রাম বাজারে আবারো এম্বুলেন্সটি আটকায় ও ড্রাইভারকে নামিয়ে মারধোর করতে থাকে।

পড়ে বাচ্চাটা এখানে থাকা অবস্থায়  নিস্তেজ হয়ে গেলে আমরা দ্রুত বিয়ানীবাজার হাসপাতালে নিয়ে যাই। পরে ডাক্টার শিশুটিকে ‍মৃত বলে ঘোষনা করে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, এ ঘটনায় এখনো কোন অভিযোগ থানায় আসেনি। অভিযোগ আসা মাত্র আমরা আইন

মোতাবেগ ব্যাবস্থা নেব। তবে ঘটনাটি আমি শুনেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*