ফেরদৌস রহমানঃ বিশ্বকাপ মিশন সঠিক ভাবে শুরু করতে পারেনি আর্জেন্টিনা । সঠিক পরিকল্পনার অভাব ও খেলার ধরনে অন্যান্য বারের তুলনায় ২০১৮ বিশ্বকাপ মিশনে তারা স্বাভাবিক নয় । গ্রুপ পর্বে প্রথম ম্যাচ ড্র ও পরের ম্যাচ ৩-০ গোলে হারের পর সমীকরণটা আর্জেন্টিনা জন্য একটু বেশিই কঠিন হয়ে গেলো আলবেসিলাস্তদের জন্য। গ্রুপ ডি তে আর মাত্র ম্যাচ বাকি আছে ক্রোয়েশিয়া বনাম আইসল্যান্ড, আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া। আজকের নাইজেরিয়া বনাম আইসল্যান্ড ম্যাচ শেষে পয়েন্ট টেবিল অনুযায়ী প্রত্যেক দলের ২ ম্যাচ খেলে ক্রোয়েশিয়ার পয়েন্ট ৬, নাইজেরিয়ার ৩, আইসল্যান্ডের ১ এ আর্জেন্টিনার ১। সমীকরণ অনুযায়ী ২য় রাউন্ডে যাওয়ার ২ টি সুযোগ আছে আর্জেন্টাইনদের কাছে। তার জন্য নাইজেরিয়াকে যেভাবেই হোক হারাতে হবে আর্জেন্টাইনদের। প্রথমত চোখ রাখতে হবে ক্রোয়েশিয়া বনাম আইসল্যান্ড ম্যাচের দিকে। যদি সেইই ম্যাচে ক্রোয়েশিয়া জয় পায় এবং নাইজেরিয়ার সাথে আর্জেন্টিনা জয় পেলেই ৪ পয়েন্ট নিয়ে ২য় রাউন্ডে যাবে তারা। দ্বিতীয়ত যদি আইসল্যান্ড ক্রোয়েশিয়ার সাথে জিতেও যায়, এবং আর্জেন্টিনা নাইজেরিয়ার সাথে জয় পায় তবে তাদের দুই দলেরই পয়েন্ট বরাবর থাকবে অর্থাৎ আইসল্যান্ডের ৪ ও আর্জেন্টিনার ৪ এবং সেই দুই দলের মধ্যে ভাগ্যক্রমে যেকোনভাবে কোন দল সুযোগ পাবে পরের রাউন্ডে খেলার। আর সেইই ভাগ্যটাই হতে পারে পয়েন্ট টেবিলের গোল ব্যাবধান। কারন গোল ব্যাবধানে ক্রোয়েশিয়ার পয়েন্ট +৫, আর্জেন্টিনার -৩, নাইজেরিয়ার -২, আইসল্যান্ডের -২। এক কথায় এখন নাইজেরিয়াকে হারাতে হবেই আর্জেন্টিনাকে এমনকি তা ২+ গোল ব্যাবধানে। তাহলেই তাদের পরবর্তী রাউন্ডের খেলার পথ সুগোম হবে আলবেসিলাস্তদের। এখন শুধু সময়ের অপেক্ষা।