নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ রেস্টুরেন্টে জীবিত অক্টোপাস খেতে গিয়ে অক্টোপাসের আক্রমনের শিকার হয়েছে এক তরুনি। অল্পের জন্য রক্ষাপায় তার চোখ।
জীবিত অক্টোপাস খাওয়াটা ছিল তার বহুদিনের শখ,তাই জীবতি অক্টোপাস লাইভে এসে খাওয়ার জন্য বেছেনেন চিনার বহুল পরিচিত ‘কুয়াশিউ’-এ (Kuaishou) লাইভ স্ট্রিমিং। লাইভে এসে জীবিত অক্টোপাস মুখের সামনে তুলতেই তার মুখ জাপটে ধরে অক্টোপাস, ভয়ে ও ব্যাথায় তাৎক্ষনিক চিৎকার করতে থাকে তরুনী। নিজের চোখ বাচাতে দুই হাতে টানতে থাকে অক্টোপাসের ৮ টি পা। ইতিমধ্যে লাইভ স্ট্রিমিং-এ ভাইরাল হয়ে যায় তরুনির ভিডিও।
অবশেষে দুই হাতে টেনে হিচরে নিজের চেহারা থেকে আলাদা করে অক্টোপাসকে। তবে ইতমধ্যে তরুনীর গালে ক্ষত সৃষ্টি হয়ে রক্ত ঝড়তে শুরু করে।