নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৫৪ জন। তবে সিটি এলাকা সহ ৩টি উপজেলা ও ১৯ টি এলাকা করোনা “রেড জোন” চিহ্নিত হলেও এখানো কেন্দ্রীয় কোন সিদ্ধান্ত না আসায় কোন পদক্ষেপ নেওয়া হয়নি জেলা স্বাস্থ্য বিভাগ থেকে।
নারায়ণগঞ্জে করোনা আক্রান্তদের মধ্যে ২৩ জুন থেকে ২৭ জুন গত ৫ দিনে সুস্থ হয়নি কেউ। তবে নারায়ণগঞ্জে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টা মৃত্যু হয়নি কারও।
নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করোনা আক্রান্ত ৫৪ জন সহ জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৪৯৭৯ জন।
২৭ জুন শনিবার জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ৫৪ জনের মধ্যে নারায়ণগঞ্জ সিটি এলাকায় নতুন আক্রান্ত হয়েছে ২৪ জন। এছাড়াও রুপগঞ্জ উপজেলায় ১৪ জন, সদর উপজেলায় ৯ জন, সোনারগাঁ উপজেলায় ৩ জন, বন্দর উপজেলায় ২ জন এবং আড়াইহাজর উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছে ২ জন।
গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে নতুন নমুনা সংগ্রহ করা হয়েছে ২৪৯ টি। এর মধ্য আড়াইহাজার,বন্দর নারায়ণগঞ্জ সদর ও সোনারগাঁ উপজেলা থেকে কোন নতুন নমুনা সংগ্রহ করা হয়েনি। নতুন নমুনা ২৪৯ টির মধ্যে নারায়ণগঞ্জ সিটি এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে ১৫৩ টি নমুনা এবং রুপগঞ্জ থেকে সংগ্রহ করা হয়েছে ৯৬ টি নতুন নমুনা।
নাপরায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ৫৪ জন সহ মোট আক্রান্তের সংখ্যা ৪৯৭৯ জন এবং নতুন নমুনা ২৪৯ জন সহ মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৩৯১০ জনের। নতুন মৃত্যু না থাকায় জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা ১১০ জন ও করোনা আক্রান্তদের মধ্যে সুস্থতার সংখ্যা মোট ২৪৭১ ।