নারায়ণগঞ্জ

শনিবার পর্যন্ত নারায়ণগঞ্জের এলাকা ভিত্তিক করোনায় আক্রান্ত-মৃত্যু-সুস্থ হওয়ার সর্বশেষ খবর

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় ৮১ জন সহ ৬ জুন শনিবার পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৯৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে মোট ৮৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ৯১০ জন।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, জেলার বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘন্টায় ৭৭ জন সহ নমুনা সংগ্রহ করা হয়েছে মোট ১৫ হাজার ২২৮ জনের। এর মধ্যে গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে ৮১ জনের করোনা পজেটিভ এসেছে।


৬ জুন শনিবার পর্যন্ত এলাকা ভিত্তিক জেলায় করোনার সর্বশেষ অবস্থাঃ

আড়াইহাজারঃ জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, আড়াইহাজার উপজেলায় বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘন্টায় নতুন করে কারো নমুনা সংগ্রহ করা হয়নি। এ পর্যন্ত এ উপজেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৫৫১ জনের। সংগৃহিত নমুনা থেকে সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী এ উপজেলায় গত ২৪ ঘন্টায় ১০ জন সহ করোনায় আক্রান্ত হয়েছে মোট ২৭১ জন। আক্রান্তদের মধ্যে এ গত ২৪ ঘন্টায় কারো মৃত্যু হয়নি ফলে মৃতের সংখ্যা অপরিবর্তিত ২ জন। উপজেলায় গত ২৪ ঘন্টায় ১০ জন সহ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ৪৭ জন।


বন্দর উপজেলাঃ এ পর্যন্ত বন্দর উপজেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে মোট ৭৬১ জনের। সংগৃহীত নমুনা থেকে সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় ২ জন সহ করোনায় আক্রান্ত হয়েছে মোট ১০২ জন। আক্রান্তদের মশ্যে এ ডর্যন্ত মৃত্যু বরণ করেছেন ২ জন। গত ২৪ ঘন্টায় ২ জন সহ উপজেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ১৯ জন।

 

সিটি কর্পোরেশনাঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় গত ২৪ ঘন্টায় ৭৪ জন সহ নমুনা সংগ্রহ করা হয়েছে মোট ৪ হাজার ৪৫১ জনের। সংগৃহীত নমুনা থেকে সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় ৩ জন সহ করোনায় আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ২৭৪ জন। আক্রান্তদের মশ্যে এ ডর্যন্ত মৃত্যু বরণ করেছেন ৫৩ জন। গত ২৪ ঘন্টায় ২৫ জন সহ উপজেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ৫১৩ জন।


রুপগঞ্জ উপজেলাঃ রুপগঞ্জ উপজেলায় গত ২৪ ঘন্টায় ৩ জন সহ মোট ৩ হাজার ৮০৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সংগৃহিত নমুনা থেকে সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় ৫৫ জন সহ করোনায় আক্রান্ত হয়েছে মোট ৪৮৯ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মৃত্যু বরণ করেছেন ২ জন এবং গত ২৪ ঘন্টায় ২ জন সহ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

 

নারায়ণগঞ্জ সদও উপজেলাঃ নারায়ণগঞ্জ সদর উপজেলায় গত ২৪ ঘন্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৫০২ জনের। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ৯ জন সহ করোনায় আক্রান্ত হয়েছে মোট ৯৭৭ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মৃত্যু বরণ করেছে মোট ১৮ জন। গত ২৪ ঘন্টায় ২৮ জন সহ উপজেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ২৯৩ জন।

 

সোনারগঁ উপজেলাঃ সোনারগাঁ উপজেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে মোট ১ হাজার ১৫৫ জনের। তাদের মধ্যে গত ২৪ ঘন্টায় ২ জন সহ করোনায় আক্রান্ত হয়েছে মোট ২৮৫ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মৃত্যু বনন করেছে মোট ৮ জন এবং গত ২৪ ঘন্টায় ১ জন সহ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ২৮ জন।

এ নিয়ে নারায়ণগঞ্জ জেলায় সিটি কর্পোরেশন সহ ৫ টি উপজেলার বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘন্টায় ৭৭ জন সহ নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ২২৮ জনের। গত ২৪ ঘন্টায় ৮১ জন সহ করোনায় আক্রান্ত হয়েছে মোট ৩ হাজার ৩৯৮ জন। আক্রান্তদেওর মশ্যে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৫ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ৯১০ জন।।

আরও পড়ুন নিচে ক্লিক করে.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

করোনার সর্বশেষ খবর

শনিবার পর্যন্ত নারায়ণগঞ্জে জেলার বিভিন্ন এলাকার করোনার সর্বশেষ খবর

নারায়ণগঞ্জ বানী২৪ঃ ২রা মে শনিবার পর্যন্ত নারায়ণগঞ্জে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১০০১ জন। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরন করেছেন আরও ৪ জন।