নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ চলমান মাস্টার্স পরীক্ষাকে কেন্দ্র করে মাস্টার্স পরিক্ষার্থী সহ নারায়ণগঞ্জ মহিল কলেজের শিক্ষার্থীরা ও সরকারি তোলারাম কলেজর শিক্ষার্থীরা নারায়ণগঞ্জ মহিলা কলেজ অবরোধ করে রাখে।
চলমান মার্স্টাস পরীক্ষায় পরিক্ষার্থীদের বিনা করনে খাতা নিয়ো যাওয়া ও মারধরের অভিযোগে গতকাল থেকেই শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।
সোস্যাল মিডিয়ার মহিলা কলেজের শিক্ষর রফিকুল ইসলামের নামে মহিল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অন্যায় ভাকে খাতা নেওয়া
সহ বিভিন্ন অপরাধ মুলক ব্যাক্ষা প্রদান করে অাসছে।
পরীক্ষার্থীদের দাবী, পরীক্ষা চলাকালে তিনি বিনা কারনে খাতা নিয়ে যায় ও গায়ে হাত তুলে। খাতা চাইতে গেয়ে তিনি হল রুমে বলে উঠেন,তুমি শেখ হাসিনা
বা শামীম ওসামানের সন্তান হলেও আমার কিছু যায়া আসেনা।
মহিলা কলেজের শিক্ষক রফিকুল ইসলামের এই অমানবিক কার্যকলাপের বিপক্ষে শিক্ষার্থীরা ৩ দফা দাবীতে মহিলা কলেজের সামনে অবরোধ করে রাখে।
তাদের দাবী গুলো হলঃ-
১) মহিলা কলেজের শিক্ষক রফিকুল ইসলামের হবিস্কার
২) যারা পরীক্ষা দিতে পারেনি তাদের পূনরায় পরীক্ষ গ্রহনের ব্যাবস্থা করা ।
৩) প্রধানমন্ত্রী ও শামীম ওসমানকে নিকে কটুক্তি করায় প্রকাশ্য ক্ষমা চাওয়া।