নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত

শুক্রবার-জেনে নিন নারায়াণগঞ্জের গত ২৪ ঘন্টার করোনার সর্বশেষ খবর

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জ সিটি এলাকার মধ্যে প্রতিদিন করোনায় আক্রান্তের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে। নারায়ণগঞ্জ শহর এলাকায় পথ-ঘাট,যানবাহন, শপিংমল ও হাসপাতাল সহ কোথাও তোয়াক্কা করা হচ্ছেনা স্বাস্থ্যবীধি। গত ২৪ ঘন্টায় শুধুমাত্র নারায়ণগঞ্জ সিটি এলাকায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩৫ জন।



গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ১২৯ জন এবং আক্রান্তদের মধ্যে মৃত্যু ১ জনের।

২রা এপ্রিল  নারায়ণগঞ্জ সিভিল সার্জন বিভাগের সূত্রে এসব তথ্য জানা যায়।


নতুন আক্রান্ত  ১২৯ জনের মধ্যে নারায়ণগঞ্জ সিটি এলাকায় ৩৫  জন,সদর উপজেলায় ২৩ জন , বন্দর উপজেলায় ১৩, আড়াইহাজারে ৭ জন, ‍রুপগঞ্জ উপজেলয় ৩২ জন এবং সোনারগাঁও উপজেলায় ১৯ জন। নতুন আক্রান্ত ১২৯ জন সহ মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ২৮৫ জন এবং জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১৭১ জন।



নারায়ণগঞ্জ সিটি এলাকা সহ উপজেলা গুলো থেকে গত ২৪ ঘন্টায় ৯৪৮  জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে নারায়ণগঞ্জ ৩শত শয্যা হাসপাতালে ২২৮ জনের, ইউএস বাংলার মাধ্যেমে ৩৭৮ জনের,বন্দর উপজেলা থেকে ৪২ জনের,আড়াইহাজার উপজেলা থেকে ৪৫ জনের, সোনারগাঁ থেকে২১   রুপগঞ্জ উপজেলা থেকে ৭৮ জনের এবং সদর উপজেলা থেকে ১৫৬  জনের এর নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন সংগ্রীহিত নমুনা সহ জেলায় মোট নুমনা সংগ্রহের সংখ্যা ৮৭ হাজার ৩৯ টি।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পুলিশ

নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকুরি হারাবে-দেখানো হবে পলাতক

নারাায়ণগঞ্জ বাণী২৪.কম’নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকরি হারাবেন পুলিশ সদস্যারা, সেই সাথে তাদের পলাতক দেখানো হবে বলে হুশিয়ারি দিয়েছেন