শেখকান্দী যুব সংঘের উদ্যোগে ‘স্বাধীনতার উদযাপন ৫০ বছর ও বিজয় দিবসে ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ স্বাধীনতার ৫০ বছর উদযাপন ও মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়েনের শেখকান্দী গ্রামের যুব সংঘের উদ্যোগে ক্রীড়া প্রতযোগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান শামসুল আলম । উক্ত অনুষ্ঠানে সভাপত্বিত করেন বিশিষ্ট সমাজ সেবক এ কে এম কামরুল হাসান বাবুল।



১৬ ই ডিসেম্বার ভোরে পতাকা উত্তলন ও জাতীয় সংগিত দিয়ে শুরু করা হয় ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান। ভোর ৬০ টা ৩০ মিনিটে  ৬ কিলোমিটার এলাকা প্রদক্ষিন ’ম্যারাথন দৌড়’ প্রতিযোগীতা শুরু হয়, যার মধ্যে অংশগ্রহন করে বিভিন্ন গ্রামের প্রায় অর্ধশতাধিক যুবক।



এছাড়াও বালক .বালিকা ,নারী ও পুরুষদের জন্য ছিল ১৮ টি প্রতিযোগীতামূলক খেলা।

প্রতিযোগীতা অনুষ্ঠানে সভাপতির বক্তোব্য এ কে এম কামরুল হাসান বলেন, ভাল সকল কাজে তোমাদের সাথে ছিলাম ,আছি এবং থাকবো ইনশিআল্লাহ। মাদকের ভয়াবহতা উল্লেখ করে যুব সমাজকে সাবধান থাকার পরামর্শ প্রদান করে বলেন,মাদককে প্রতিহত করার জন্য সমাজের লোকজনকে সাথে নিয়ে যে যুদ্ধ ঘোষনা করেছিলাম তা চলমান আছে এবং থাকবে। একই সাথে তিনি বলেন, শেখকান্দী যুব সংঘকে রেজিষ্টেশন করার জন্য  প্রয়োজনীয় আর্থিক সহযোগীতা প্রদান করবো।



অনুষ্ঠানের প্রধান অতিথি চেয়াম্যান শামসুল আলম বলেন, সমাজে জায়গা-সম্পত্তি বিষয়ক পারিবারিক অংশ বিক্রয় নিয়ে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তা আমি কঠোর হাতে দমন করবো। কোন দালারা যদি জায়গা-সম্পত্তি বিষয়ক পারিবারিক অংশ বিক্রয় নিয়ে আর কোন অস্থিরতা সৃষ্টি করে তবে তাদের ছাড় দেওয়া হবেনা।

তিনি মাদক ব্যাবসায়িদের মাদক কারবার ছেলে অন্য পেশায় আসার জন্য আহবান করে বলেন,নোয়াগাঁও ইউনিয়নে আর কোন মাদক ব্যাবসা চলবেনা। যারাই এর সাথে সম্পৃক্ত থাকুক আমি স্বপথ নেওয়ার আগে আতি দ্রুত তা ছেড়ে দিন, না হলে কেউ রেহাই পাবেনা।



চেয়ারম্যান শামসুল আলম আরও বলেন, নোয়াগাঁও ইউনিয়নের প্রতিটি গ্রামে ,ওয়ার্ডে খেলা-ধুলার জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হবে। সামাজিক সকল প্রকার অনুষ্ঠানে আমার সমর্থন ও সহযোগীতার হাত থাকবে ইনশিঅল্লাহ।

ক্রীড়া প্রতিয়োগীতা অনুষ্ঠানে  শেখকান্দী গ্রামের মো.তোফাজ্জল মাস্টার সহ অনেকে উপস্থিত ছিলেন। সেই সাথে উপস্থিতি ছিলেন  নোয়াগাঁও ইউনিয়নের সকল ওয়ার্ডে সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পুলিশ

নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকুরি হারাবে-দেখানো হবে পলাতক

নারাায়ণগঞ্জ বাণী২৪.কম’নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকরি হারাবেন পুলিশ সদস্যারা, সেই সাথে তাদের পলাতক দেখানো হবে বলে হুশিয়ারি দিয়েছেন