প্যানেল মেয়র মতি

শ্রমিকদের পাওনা অাদায়ে সার্বিক সহযোগীতার অশ্বাস দিলেন “প্যানেল মেয়র মতি”

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেটের শ্রমিক অসন্তোসের কারনে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনাস্থলে ছুটে আসেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মতিউর রহমান মতি।

তিনি ঘটনাস্থলে এসে শ্রমিকদের সাথে কথা বলে তাদের পাওনা আদায়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং আহত শ্রমিকদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠান এবং চিকিৎসার জন্য অর্থও প্রদান করেন।

এছাড়া আগামী মাসের  ১৫ তারিখে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করতে ওই গার্মেন্টস কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে বলেন,    যদি নির্ধারিত সময়ে শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেয়া না হয় তাহলে আইনের আশ্রয় নেওয়ার কথাও বলা হয়।

উল্লেখ্য ২২ অক্টোবর সকালে পাওনা বেতন-বোনাসের দাবীতে শ্রমিকরা রস্তা অবরোধ করলে পুলিশ বাধা দেলে,পুলিশের সঙ্গে শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ হয়।  প্রায় ঘন্টা ব্যাপি পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে ওশ্রমিকদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে তিন পুলিশ সদস্যসহ আহত হন অর্ধশত শ্রমিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গ্রেফতার

নারায়ণগঞ্জে নাশকতায় জড়িত আরও ২৫ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলা থেকে আরও ২৫ জন কে  গ্রেফতার করা হয়েছে।