নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ শ্রীলঙ্কায় মসজিদ ও মুসলমানদের দোকানে হমলার ঘটনা ঘটেই চলেছে। দেশটিতে মসজিদ ও মুসলিম মালিকানাধীণ দেকানে হামলার ঘটনায় আবারো ফেসবুক,মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ সাময়িক বন্ধ ঘোষনা করা হয়েছে।
গত কয়েকদিন আগে ফেসবুকের একটি স্টটাসকে কেন্দ্র করে মসজিদ ও মুসলমাদের মালিকানাধীন দোকান ও মার্কেট গুলোতে হামলা চালায় উত্তেজিত জনতা।
শ্রীলঙ্কার এক ব্যাক্তি সিংহলিজ ভাষায় মুসলমানদের পরিহাস করে লিখেছেন, তাদের এখন কান্না করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে …!!!
এর জবাবে মুসলিম ব্যাক্তি হাসমার হামিদ নামের একজন লিখেছেন, বেশি হেসো না, একদিন তোমাদেরও কাঁদতে হবে.।
ফেসবুকে উসকানিমূলক কমেন্টস করায় সমার হামিদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
পরিস্থতি নিয়েন্ত্রনে কারফিউ জারি করা হয়েছে। কারফিউ ১৩ মে সোমবার পর্যান্ত বলবৎ থাকবে বলে ঘোষনা দিয়েছে পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুন এক মুসলমান ব্যাক্তি জানিয়েছে, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এখন পরিস্থিতি ভাল হলেও রাতের বেলায় তাদের বিপদ ঘটার সম্ভবনা রয়েছে।