নারায়ণগঞ্জ বাণী নিউজঃ আজ সকালে সাংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সাধারন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ । আগামী ২ দিনের মধ্যে সকল মামলা প্রত্তাহার না করলে আবারো আন্দোলনে নামার হুমকি দিয়েছ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা । সাকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয় । এসময় আরো উপস্থিত ছিলেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক নুরুল্লাহ নূর ও ফারুক আহমেদ সহ আরো অনেকে । নেতারা বলেন, একটি কুচক্রী মহল সাধারন ছাত্র-ছাত্রীদের কে জামাত-শিবির পরিচয় দিতে তৎপরতা দেখাচ্ছে যা মিথ্যা ও বানোয়াট ছারা আর কিছুইনা । উপাচার্য স্যারের বাসায় হামলার বিচার দাবি করেন ও যেকোন সাহায্য কারার থাকলেও সহায়তা কারার কাথা জানানো হয় বাংলাদেশ সাধারন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে।