নারায়ণগঞ্জ বাণী২৪ঃ সবই হয়েছে এই কিছুদিনের ধৈর্যের অভাবের কারনে এমন মন্তব্য করে সবাইকে দায়িত্বশীল আচরন করার অনুরোধ জানিয়েছেন নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন।
২৭ মে তিনি তার ফেসবুক আইডিতে একটি পোস্টে এমন অনুরোধ জানান। তিনি বলেন,অনুগ্রহ করে দায়িত্বশীল আচরন করুন । এবং নিজেদের পাশাপাশি অন্যদের প্রতি…!!!
সবই হয়েছে এই কিছুদিনের ধৈর্যের অভাবের কারনে…!!
আপনি বিরক্ত হয়েছেন-..?
“মাস্ক” পড়তে, ঘরে বন্দী বা অন্তরীন থাকতে, কিংবা বাইরে প্রিয় আড্ডাগুলো এড়িয়ে চলতে বা বাদ দিতে। আপনার ঘুরে বেড়োনোর প্রিয় অভ্যাস/রুটিন না বদলানোর কারনে।
অবশ্যই আপনার অধিকার আছে স্বাভাবিক জীবন যাপনের, নিজের খুশিমত চলার। কারোর এক্তিয়ার নাই আপনি কিভাবে চলবেন তা বদলে দেবার।
কিন্তু-
# সামাজিক দুরত্ব/ব্যাক্তি দুরত্ব রক্ষা =এটা আপনার নিজের জন্য শুধু বলা হচ্ছে না!
# মাস্ক পড়া=এটা আপনার নিজের জন্য শুধু বলা হচ্ছে না!
# ঘরে থাকা=এটা আপনার নিজের জন্য শুধু বলা হচ্ছে না!
# টেস্ট করানো=এটা আপনার নিজের জন্য শুধু বলা হচ্ছে না!
অন্যের জীবনকে ঝুঁকিতে ফেলার কোন অধিকার নেই আপনার”।