নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সরকারি স্বাস্থ্য বিধি মেনে সম্পন্ন হলো সরকারি তোলারাম কলেজের এক্স রোভার এসোসিয়েশনের বাৎসরিক আনন্দ ভ্রমন-২০২২।
পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী ২৮ জানুয়ারি ২০২২ ইং রোজ শুক্রবার সকল ৮ টা ৪৫ মিনিটে সরকারি তোলারাম কলেজের সামনে থেকে কুমিল্লার ম্যাজিক প্যারাডাইজ পার্কের উদ্দেশে গাড়ি ছেড়ে যায়।
ম্যাজিক প্যারাডাইজ ছাড়াও কুমিল্লার বিশেষ কিছু দর্শনিয় স্থান পরিদর্শন করা হয়। দর্শনিয় স্থান গুলোর মধ্যে অন্যতম ছিল শালবান বিহার, দ্বিতিয় বিশ্ব যুদ্ধের সময় নিহত সৈনিকদের সমাধি স্থল ওয়ার সিমেট্রি ও ময়নামতি যাদুঘর।
আনন্দ ভ্রমনে সরকারি তোলারাম কলেজের এক্স রোভার এসোসিয়েশেনের আমন্ত্রিত অতিথি সহ মোট ৫৫ ও জন সদস্য অংশগ্রহন করেন।
বেলা ১১ টা ৩০ মিনিটে কুমিল্লার ওয়ার সিমেট্রি পরিদর্শনের পর শালবন বিহার ও ময়নামতি যাদুঘর পরিদর্শন করা হয়। এরপর মধ্যাহ্ন ভোজ শেষে বিকাল ৩ টার দিকে কুমিল্লার ম্যাজিক প্যারাডাইজ পার্কে পৌছানোর পর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্পন্ন করেন। পরে ম্যাজিক প্যারাডাইজ পার্কেটি পরিদর্শন শেষ করে সন্ধা ৬ টায় নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি প্রধান আকর্ষন ছিল রেফেল ড্র। এছাড়াও আনন্দ ভ্রমনের সবার জন্য ছিল এসোসিয়েশনের লোগ সম্বলিত পলো-র্শাট।