নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা কানাডায় স্বরনার্থী হিসেবে আশ্রয় চেয়েছেন। লিখিত ভাবে কানাডায় শরণার্থী হিসেবে আশ্রয় চাওয়ার পর গনমাধ্যেমে খবরটি প্রকাশিত হয়।
সাবেক বিচারপতি এসকে সিনহা কারন হিসেবে উল্লেখ্য করেন, রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়ে সরকারের পক্ষে রায় দিতে অস্বীকৃতি জানানোর কারনে তাকে দেশে ছারা করা হয়। বলা হয়, সরকার সংসদের হাতে বিচারের রায় নিরঙ্কুশ ক্ষমতা নিতে চেয়েছিল , এতে দ্বিমতপোশনকারী বিচারকদের সরিয়ে দিতে চেয়েছিল।
সংবিধানের ষোড়শ সংশোধনীর পক্ষে রায় দিতে প্রত্যাখ্যান করার ৩ মাসের মধ্যে তাকে নির্বাসিত করায় হয়ে বলেও তিনি উল্লেখ্য করেন।
এসকে সিনহা, ২০১৭ সালের নভেম্বর থেকে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকে সিনহা ফোর্ট এরি সীমান্ত দিয়ে ৪ জুলাই প্রবেশ করেন এবং শরণার্থী হিসেবে আশ্রয় প্রার্থনা করেন।