নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন

সিটি কর্পোরেশন এলাকায় ২৪ ঘন্টায় সর্বোচ্চ করোনা রোগী সনাক্ত-নতুন আক্রান্ত আরও ৪০ জন

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ গত ২৪ ঘন্টায় নারায়নগঞ্জে সিটি কর্পোরেশন এলাকাতে সবচেয়ে বেশি করোনা রোগী সনাক্ত হয়েছে। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় ১০৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। তার মধ্যে গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকাতেই করোনায় আক্রান্ত হয়েছে ৪০ জন।

গত ২৪ ঘন্টায় নাসিক এলাকায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে আরও ১ জন।
এ নিয়ে ১৭ জুন বুধবার পর্যন্ত নাসিক এলাকায় করোনায় আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ৫৩৬ জন এবং আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে ৫৭ জন।


১৭ জুন বুধবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানা যায়।

এর আগে গত ১৬ জুন পর্যন্ত নাসিক এলাকায় করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৪৯৬ জন। এবং মৃতের সংথ্যা ছিল ৫৬ জন।ূ
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় নাসিকের বিভিন্ন এলাকা থেকে ১৮০ জনের নমুনা সংগ্রহ কারা হয়েছে। এ পর্যন্ত নাসিক এলাকায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ২৩১ জনের। তাদেও মধ্যে গত ২৪ ঘন্টায় ৪০ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।


জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় নাসিক এলাকায় কেউ সুস্থ হয়নি। এ পর্যন্ত নাসিক এলাকায় করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ৯৩২ জন।

 

এ নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় করোনায় আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ৫৩৬ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে ৫৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৩২ জন। বাকি ৫৪৭ জন করোনা রোগী বিভিন্ন ভাবে চিকিৎসাধীন আছেন।ৎ

নারায়ণগঞ্জের ২৪ ঘন্টার সর্বশেষ করোনা পরিস্থিতি জানতে এখানে ক্লিক করুন

যেনে নিন  নারায়ণগঞ্জের রেড জোন এলাকা-ক্লিক করুন

আরও পড়ুন নিচের লিংকে ক্লিক করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোয়নয় পত্র কিনলেন যারা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোয়নয় পত্র বিতরন শুরু করেছ। প্রথম দিনের আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনেছেন চার জন।