নারায়ণগঞ্জ বাণী২৪কমঃ নারায়ণগঞ্জের আদমজী ইপিজেট শ্রমিকরা বিক্ষোভ করেছে। আদমজী ইপিজেটে চাকুরিতে বৈষম্যের অভিযোগ এনে চাকরি প্রত্যাশীরা বিক্ষোভ শুরু করে সকাল থেকে।
তাদের অভিযোগ, চাকুরিতে ছেলেদের অবমূল্যায়ন করা হয় আর মেয়েদের চাকরি দেওয়া হয়।আজ কয়েকজন ছেলে চাকরির জন্য ইপিজেডে প্রবেশ করলে তাদের ওপর অতর্কিত হামলা করা হয়েছে
বিক্ষোভ শুর হওয়ার পর ইপিজেটের প্রধান গেইট বন্ধ করে দেওয়া হয়। এতে ইপিজেটের ভিতরে চলাচলের বেঘাত সৃষ্টি হয়।
আদমজী ইপিজেডস্থ ই-স্টার নামক ফ্যাক্টরির কর্মকর্তাদের বিরুদ্ধে আজ কয়েকজন ছেলে চাকরির জন্য ইপিজেডে প্রবেশ করলে তাদের ওপর অতর্কিত হামলা করে হয় বলে অভিযোগ উঠেছে।
তবে ফ্যাক্টরির অ্যাকাউন্টস অফিসার দীপঙ্করের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা কারও ওপর হামলা করিনি বরং বিক্ষোভকারীরা আমাদের ফ্যাক্টরির ওপর হামলা চালিয়ে গ্লাসসহ বিভিন্ন কিছু ভাঙচুর করেছে। আমাদের ফ্যাক্টরির ক্ষতি হয়েছে অনেক।
এরপর সেনাবানিনী এসে আন্দোলনকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।