ইপিজেট

সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেটে শ্রমীকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ বাণী২৪কমঃ নারায়ণগঞ্জের আদমজী ইপিজেট শ্রমিকরা বিক্ষোভ করেছে। আদমজী ইপিজেটে চাকুরিতে বৈষম্যের অভিযোগ এনে চাকরি প্রত্যাশীরা বিক্ষোভ শুরু করে সকাল থেকে।



তাদের অভিযোগ, চাকুরিতে ছেলেদের অবমূল্যায়ন করা হয় আর মেয়েদের চাকরি দেওয়া হয়।আজ কয়েকজন ছেলে চাকরির জন্য ইপিজেডে প্রবেশ করলে তাদের ওপর অতর্কিত হামলা করা হয়েছে

বিক্ষোভ শুর হওয়ার পর ইপিজেটের প্রধান গেইট বন্ধ করে দেওয়া হয়। এতে ইপিজেটের ভিতরে চলাচলের বেঘাত সৃষ্টি হয়।



আদমজী ইপিজেডস্থ ই-স্টার নামক ফ্যাক্টরির কর্মকর্তাদের বিরুদ্ধে আজ কয়েকজন ছেলে চাকরির জন্য ইপিজেডে প্রবেশ করলে তাদের ওপর অতর্কিত হামলা করে হয় বলে অভিযোগ উঠেছে।



তবে ফ্যাক্টরির অ্যাকাউন্টস অফিসার দীপঙ্করের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা কারও ওপর হামলা করিনি বরং বিক্ষোভকারীরা আমাদের ফ্যাক্টরির ওপর হামলা চালিয়ে গ্লাসসহ বিভিন্ন কিছু ভাঙচুর করেছে। আমাদের ফ্যাক্টরির ক্ষতি হয়েছে অনেক।



এরপর সেনাবানিনী  এসে  আন্দোলনকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

সংঘর্ষ

নারায়ণগঞ্জ ইপিজেট-শ্রমিক অসন্তোশ-শ্রমিক,পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জ ইপিজেট এলাকায়  শ্রমিক অসন্তোষের জের ধরে শ্রমিক ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২২ আক্টোবর সোমবার সকালে সোয়াদ ফ্যাশনের শ্রমিকরা  বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবীতে আদমজী