সিদ্ধিরগঞ্জের চরসুমিলপাড়ায় স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সিদ্ধিরগঞ্জে স্ত্রীর সাথে পারিবারিক কলহের জের ধরে আরিফ হোসেন (২৭) নামে এক স্মামী আত্মহত্যা করেছে।
২৬ এপ্রিল শুক্রবার সকাল ১১ টায় সিদ্ধিরগঞ্জের চরসুমিলপাড়া এলাকাস্থ এ ঘটনাটি ঘটে।

অত্নহত্যাকারী আরিফ সুমিলপাড়া আইলপাড়া এলাকার আলী হোসেনের ছেলে।

আরিফের পরিবার সূত্রে জানা যায়, চরসুমিলপাড়া এলাকার রজ্জব আলীর মেয়ে লাবনী (২৪) কে আরিফ বিয়ে করে । আরিফ নেশায় আশক্ত হওয়ায় পর পারিবারিক কোলাহলের কারনে স্ত্রী ও দেড় বছরের ছেলেকে বাবার বাড়ীতে পাঠিয়ে দেয়।
২৬ এপ্রিল শুক্রবার সকালে আরিফ তার ছেলে দেখতে শশুরবাড়ী গেলে তার স্ত্রী তার সাথে খারাপ আচরণ করলে অভিমান করে সে ভাসমান পাম্পের জাহাজে গিয়ে ফাঁসি দেয়।
পাশের লোকজন তাকে জুলন্ত অবস্থায় দেখে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩’শ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করলে । আরিফের লাশ বাড়ীতে এনে পুলিশকে না জানিয়ে দাফনের প্রস্তুতি নিলে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) এইচ এম জসিম উদ্দিন জানায়, স্ত্রীর সাথে অভিমান করে আরিফ আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

শপিংমল

যে কারনে রাত ৮ টার পর সারাদেশে মার্কেট-দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হলো

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ রাত ৮ টার পর সারাদেশে মার্কেট-দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। আওয়াতায় থাকছে  বিপণি বিতান, কাঁচা বাজার সহ অন্য সকল দোকান পাঠও।