নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাড়কে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ গুলোর কারো শরীরেই আঘাতের চিহ্ন না থাকায় অসুস্থতার কারনেই মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ।
২২ এপ্রিল বুধবার বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাড়কের শিমরাইল মোড় পুলিশ বক্স সংলগ্ন এলাকা এবং সানারপাড় পিডিকে পাম্প সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার কওে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য পুলিশ লাশ দু’টি মর্গে প্রেরণ করেছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ফারুক জানায়, বেলা ১১টার দিকে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় ও সানারপাড় এলাকা থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শারীরিক অসুস্থ্যতার কারণে স্ট্রোক করে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।
তিনি আরও জানান, করোনা ভাইরাসে তাদের মৃত্যু হয়েছে কিনা সেজন্য তাদের নমুনা এবং ডিএনএ টেষ্টের জন্যও নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো শেষে ময়না তদন্তের জন্য লাশ গুলো মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে পরীক্ষার রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।