সিদ্ধিরগঞ্জ থানা

সিদ্ধিরগঞ্জে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারী সহ আটক ১৭

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের সময় নারী সহ ১৭ জনকে আটক করেছে পুলিশ।
১৩ জুলাই শনিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সাইনবোর্ড এলাকাস্থ শাপলা গেষ্ট হাউস নামের আবাসিক হোটেল থেকে তাদেরকে গ্রেফতার করে।

দেহ ব্যবসার সাথে জরিত থাার অভিযেগে নাজমা বেগম, বর্ষা আক্তার, রেখা আক্তার, মনি আক্তার ও শিলা আক্তার আটক করে। এসময় শাপলা গেঞ্জ হাউসের ম্যানেজার মোস্তফা মিয়া সহ আারো ১০ জন পুরুষ সহ মোট ১৭ জনে আটক করে পুলিশ।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে শাপলা গেষ্ট হাউজে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। এখানে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদেরও আনাগোনা ছিল। এসকল অসামাজিক কার্যকলাপ চললেও রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি স্থাণীয় প্রশাসন। এরা যেন আর মাথা চারা দিয়ে না উঠতে পারে সেদিকে খেয়াল রাখেতে হবে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজ জানান, শাপলা গেস্ট হাউসে অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

শামীম ওসমান

থাইলেন্ড নয়, সপরিবারে ঢাকাতে আছেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সপবারে ঢাকাতে অবস্থান করছেন শামীম ওসমান। শনিবার এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের