নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে এক দিনের ব্যবধানে পৃথক স্থান থেকে চারটি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫
অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ৩টার মধ্যে মহানগরের সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের জালকুড়ি, ৬নং ওয়ার্ডের বার্মাস্ট্যান্ড, ৭নং ওয়ার্ডের কদমতলী নয়াপাড়া ও ৩নং ওয়ার্ডের মধ্য সানারপাড় এলাকা থেকে এ চারটি লাশ উদ্ধার করা হয়েছে।
২৫ আক্টোবর বৃহস্পতিবার দুপুর ৩ টায় নাসিক ৩নং ওয়ার্ডের মধ্য সানারপাড়া এলাকার রহমান ভিলা নামক একটি চার তলা বভনের চতুর্থতলার একটি
ফ্লাট থেকে লায়লা (৩০) নামে এক গৃহবধুর নগ্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল ৮টা থেকে দুপুর ১টার মধ্যে যেকোন সময় অজ্ঞাত
দূর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে। দুপুর ১টায় নিহতের ছোট ভাই মশিউর রহমান ফয়সাল ও তার স্ত্রী ইভা গার্মেন্টস থেকে
বাসায় ফিরে ফ্লাটের দরজা খোলা অবস্থায় ভিতরে প্রবেশ করে খাটের মধ্যে বিবস্ত্র অবস্থায় মরদেহ দেখতে পায়। পরে তাদের আত্মীয় স্বজন
ও পুলিশকে খবর দিলে বেলা ৩টায় সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল-২ সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে মরদেহটি
করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী শাহীনকে আটক করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার টিটু, পরিদর্শক (তদন্ত) মো: নজরুল
ইসলাম, পরিদর্শক (অপারেশন) আব্দুল আজিজ।
অপরদিকে ২৫ আক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় ময়লার
স্তুপের পাশ থেকে একটি লাশের কিছু টুকরো উদ্ধার করেছে পুলিশ। হাতের আঙুল দেখেই পথচারীরা বুঝতে পেরেছেন এটা মানুষের লাশ।
পথচারীরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের টুকরোগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, কয়েক দফায় লাশটির উপর দিয়ে গাড়ি যাওয়ার কারনে লাশটির এই অবস্থা হয়েছে। লাশ
দেখে কিছুই বোঝা যায়নি। তবে ভোর রাতে ঘটনাটি ঘটতে পারে। কিভাবে মারা গেছে বোঝার উপায় নেই। সড়কের মাঝে লাশের অংশ
ছড়ানো অবস্থায় ছিলো। ময়না তদন্তের জন্য লাশের টুকরোগুলো মর্গে পাঠিয়ে দেওয়া হবে।
নাসিক ৬নং ওয়ার্ডের বার্মাস্ট্যান্ড এলাকার বেলা ১২টায় একটি পুকুর থেকে অজ্ঞাত (৩৫) এক পঙ্গু ব্যক্তির লাশ উদ্ধার করে
পুলিশ। ২৫ আক্টোবর বৃহস্পতিবার সকালে একটি পুকুরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্স
লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
লাশ উদ্ধারের খবর পেয়ে জেলা পুলিশের অতিরিক্তি পুলিশ সুপার (ক’ সার্কেল) মেহেদি ইমরান সিদ্দিকীসহ সিদ্ধিরগঞ্জ থানার কর্মকর্তাগন ঘটনাস্থাল পরিদর্শন করেন।
অন্যদিকে ২৫ আক্টোবর বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টায় নাসিক ৭নং ওয়ার্ডের কদমতলী নয়াপাড়া এলাকা থেকে গলায় ফাঁস দিয়ে
আত্মহননকারী মরিয়ম (১৭) নামে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ সে কদমতলী এম ডব্লিউ উচ্চ বিদালয়ের ১০ শ্রেনীর ছাত্রী। দুপুরে কর্মস্থল থেকে লাঞ্চে বাসায়
তার মা মাহিনুর বেগম ও বড়ভাই মালেক দরজায় ধাক্কা-ধাক্কি করেও ভিতর থেকে দরজা না খুলায় থানায় খবর দিলে উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
আত্মহননকারী মরিয়ম বরগুনা জেলার আমতলী থানার সোনাখালী এলাকার মৃত মাসুদের মেয়ে এবং কদমতলী নয়াপাড়া এলাকার কাঞ্চনের বাড়ীর ভাড়াটিয়া।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার টিটু ৪টি লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেছেন। ৪টি লাশের মধ্যে একটি
সড়ক দূর্ঘটনা, একটি আত্মহত্যা, একটি পুকুরে ভাসমান এবং একজনকে কে বা কারা শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে। এ হত্যা
উদঘাটনে আমরা কাজ শুরু করেছি। এছাড়া পুকুর থেকে উদ্ধার করা লাশটি হত্যাকান্ড কিনা বা কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়না
তদন্তেরপ্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।