ডায়াবেটিস

সিদ্ধিরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবসে জনসচেতনতা মূলক র‌্যালি

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ‘ডায়াবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে আন্তর্জাতিক ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।

বুধবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় মহানগরের ৩নং ওয়ার্ডের মধ্য সানারপাড় এলাকা থেকে ইষ্ট ভিউ হসপিটাল এন্ড ল্যাবের উদ্যোগে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি সানারপাড় লন্ডন মার্কেট এলাকা ঘুরে পূর্ব সানারপাড় দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাস স্ট্যান্ড

হয়ে সানারপাড় বাস স্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে ইষ্ট ভিউ হসপিটাল এন্ড ল্যাবের সামনে এসে শেষ হয়।

র‌্যালি শেষে ইষ্ট ভিউ হসপিটাল এন্ড ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক ও বারডেম হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা: মো: দাহারুল ইসলাম উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ।

এতে উপস্থিত ছিলেন ইষ্ট ভিউ হসপিটাল এন্ড ল্যাবের ডা: শাফী সুমি, ডা: উৎপল, ব্যবস্থাপক মজিবুর রহমান, সমাজসেবক তাজুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

এসময় দিবসটি উপলক্ষে সেখানে দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় এবং জনসাধারনের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

জনগণকে সচেতন করার উদ্দেশে ডায়াবেটিক দিবসটি পালন করা হয় বলে জানিয়েছেন বারডেম হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা: মো: দাহারুল ইসলাম।

তিনি বলেন, অনিয়ন্ত্রিত জীবন-যাপন এবং খাদ্যাভাসের কারণেই মানুষ দিন দিন আশঙ্কজনকহারে ডায়াবেটিস রোগে আক্রান্ত হচ্ছে।

বর্তমানে বাংলাদেশে ৭১ লাখ রোগী রয়েছে এবং আগামী ২০৪৫ সালের মধ্যে তা কোটি ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা

প্রকাশ করেছেন। এখনো দেশের ৫০ শতাংশ মানুষ জানে না যে তাদের ডায়াবেটিস রয়েছে।

এই অবস্থা থেকে মুক্তি পেতে সু-শৃঙ্খল জীবন-যাপন, খাদ্যাভাসের পরিবর্তন এবং শারীরিক পরিশ্রম করার তাগিদ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গ্রেফতার

রুপগঞ্জে ইয়াবা সহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

নারায়গঞ্জ বাণী২৪.কমঃ রুপগঞ্জে ইয়াবা সহ এক মাদক ব্যবসয়িকে  গ্রেফতার করেছে পলিশ। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ির নাম মামুন। সে  মাদক কারবারি মামুন উপজেলার