নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সিদ্ধিরগঞ্জে হেলথ্ কেয়ার আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মোঃ তানভীর আহমেদ সরকার (৩৫) নামে এক ভূয়া ডাক্তার এবং ম্যানেজার আবুল বাশার মোল্লা (৩৮) কে গ্রেফতার করেছে র্যাব-১১’র ভ্রাম্যমাণ আদালত।
৮ মে বুধবার রাত সোয়া ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মহানগরের ২নং ওয়ার্ডের সানারপাড় রহিম মার্কেট এলাকাস্থ মজিব ম্যানশনে অবস্থিত অত্র হাসপাতালে র্যাব-১১’র সিপিএসসি’র কোম্পানী কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব, অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন চৌধুরী, পিপিএম এবং র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সারোয়ার আলমের নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।
এসময় হাসপাতাল থেকে বিপুল পরিমাণ মেয়াদোর্ত্তীর্ণ ওষুধ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ভূয়া ডাক্তার তানভীরকে ২ বছরের ও হাসপাতালটির ম্যানেজার আবুল বাশার মোল্লাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান এবং হাসপাতালটিকে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গ্রেফতারকৃত ভূয়া ডাক্তার তানভীর কুমিল্লা জেলার দেবিদ্বার থানার শিবলগড় এলাকার আঃ মতিন চৌধুরীর ছেলে এবং ম্যানেজার আবুল বাশার মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার কামারখাড়া এলাকার সুবল মোল্লার ছেলে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সারোয়ার আলম জানায়, এখানে তানভীর নিজেকে সনোলজিষ্ট সার্জন হিসেবে নিজেকে পরিচয় দিয়ে প্যাথলজি রিপোর্ট তৈরীসহ আল্ট্রসনোগ্রাম করতেন এবং একই সাথে সার্জারী করতেন পাশাপাশি রোগীও দেখতেন