নারায়ণগঞ্জ বাণী২৪ঃ সিদ্ধিরগঞ্জে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নির্দেশনা মোতাবেক সনাতন ধর্মের ১৫০ টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছেন সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক।
৩রা মে রবিবার সকাল সাড়ে ১০টায় নাসিক ১নং ওয়ার্ডের মিজমিজি পাইনাদী নতুন মহল্লা পিএমের মোড় এলাকায় সনাতন ধর্মের ১৫০টি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
কাউন্সিলর ওমর ফারুক বলেন, করোনা মহামারী মোকাবেলায় সরকারি ভাবে সারাদেশে লকডাউন চলছে। এমতাবস্থায় ওয়ার্ডের কর্মহীন সাধারন মানুষের মাঝে শুরু থেকে অদ্যবধি ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
তারই ধারাবাহিকতায় আজ আমার ওয়ার্ডের সনাতন ধর্মের ১৫০টি পরিবারে মাঝে ৬ষ্ঠ ধাপে বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর তহবিলের ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছি। আমার ওয়ার্ডে কোন মানুষ না খেয়ে থাকবেনা ‘ইনশা-আল্লাহ’। সবার খাদ্য নিশ্চিত করতে আমার ওয়ার্ডে খাদ্য সহায়তার এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ রাম কানাই জিউ বিগ্রহ মন্দিরের সভাপতি অধ্যাপক কৃষ্ণ চন্দ্র রায়, বিশিষ্ট সমাজ সেবক হাজী আবু সুফিয়ান, জয়নাল আবেদীন, শ্রী সঞ্জয় শীল, দুলাল সেন, নিমাই মন্ডল, শ্রী নারায়ণ চন্দ্র রায় ও সুমন দাস (নিকু)।