নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলা থেকে ১৩ আইপিএল জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাব।সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকার একটি চায়ের দোকান থেকে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাদে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনঃজেনে নিন শনিবারের নারায়ণগঞ্জের করোনার সর্বশেষ খবর
এসময় তাদের কাছে থেকে নগদ ৮৮ হাজার ৪৩৫ টাকা, একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি ও একটি রিমোর্ট উদ্ধার করা হয়।
আটকৃতরা হলো,
-
- লাশ (৩২)
- নয়ন (২৫)
- শাহ পরান (২৪)
- রাহাত (২৩)
- ইকবাল (৪০)
- মাসুম (২৮)
- বাচ্চু মিয়া (৩৫)
- লিটন (৪৬)
- জহুরুল ইসলাম (৪৪)
- মোঃশাহীন(৩৯)
- জাহাঙ্গীর আলম(২৩)
- আলমগীর (৩২)
- জিকু(২০)
১৭ এপ্রিল শনিবার দুপুরে র্যাব এর এসআই জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৮৮ হাজার ৪৩৫ টাকা সহ ১৩ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়।
প্রথমিক ভাবে গ্রেফতারকৃতদেরে থেকে আইপিএল খেলার প্রতি বল ও ওভার প্রতি টাকা দিয়ে জুয়া খেলা হয় বলে জানতে পেরেছে র্যাব।
এঘটনায় আটকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দয়ের করা হয়েছে।