নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ঢাকার উদ্দেশ্যে সিলেট থেকে ছেড়ে আসা আন্ত নগর উপবন এক্সপ্রেসের একটি ট্রেন ভয়াবহ দুর্ঘটনার স্বীকার হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ জনের মৃত দেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল।
২৩ জুন দিবাগত রাত পৌণে ১২ টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালা মিয়া বাজার সংলগ্ন একটি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনা কলে ট্রেনটিতে ধারন ক্ষমতার অধীক যাত্রী ছিল বলে জানা গেছে।
এঘটনা নারী ও শিশু সহ ৫ জনের লাস উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে আরো ৬০ জনের অধীক ট্রেন যাত্রীকে।
ট্রেনটি সিলেটের কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশন থেকে ২০০ মিটার দূরে একটি ছোট খালের উপর স্থাপিত ব্রিজ ক্রস করার সময় ট্রেনের একটি বগ লাইনচুত হয়ে উল্টে খালে পরে যায় এরই সাথে আরো একটি বগি উল্টে যায়। ট্রেনের ঝাকুনিতে ট্রেনে থাকা আরো ২০০ যাত্রী আহত হয়েছে বলে যানিয়েছে ট্রেনের যাত্রী জৈন্তাপুর ইমরান আহমদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহেদ আহমদ ।