নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সুষ্ঠু ভোটে বাধা দিলে ভিসা বন্ধ করা হবে বলে যুক্তরাষ্ট্র ঘোষণা প্রদান করেছে। একই সাথে নীতির অধীনে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে দুর্বল বা বাধা প্রদানের জন্য দায়ী ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের ভিসার ওপর বিধিনিষেধ আরোপ করা হবে
২৫ মে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি জে ব্লিঙ্কেন বাংলাদেশ সময় গত রাতে এক বিবৃতিতে এ ঘোষণার কথা জানান।
ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর বয়স ৯ বছর। সে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের সীমান্তবর্তী পাত্রখোলা চা বাগানের হাজারীবাগের বাসীন্দা।
আড়ও পড়ুন: উজ্জ্বল ভবিষ্যতের জন্য আসুন একসাথে কাজ করিঃ বিশ্বব্যাংককে প্রধানমন্ত্রী
আরও পড়ুন-রুপগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা
তিনি জানান, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে ‘বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন উৎসাহিত করতে ভিসানীতির ঘোষণা’ শিরোনামে ওই বিবৃতিতে অ্যান্থনি জে ব্লিঙ্কেন বলেন, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যকে সহায়তা করতে আমি ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ধারা 212(a)(3)(C) (3C)-এর অধীনে একটি নতুন ভিসানীতি ঘোষণা করছি।
এ ধারা অনুযায়ী ণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যে কোনো বাংলাদেশি ব্যক্তির জন্য ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপে সক্ষম হবে।