নারাায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সেনা কর্মকর্তাকে হাত-পা কেটে ও রাক্ষুুসে পিরানা মাছের পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে উত্তর কুরিয়ার প্রেসিডেন্ট একনায়ক কিম জং উন।
সেনা কর্মকর্তার বিরুদ্ধে উত্তর কুরিয়ায় সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্র করেছিলেন ওই কর্মকর্তা। এ খবর প্রেসিডেন্ট কিম জং উনের কাছে খবর পৌছর সাথে সাথে মৃত্যুদন্ডের আদেশ দেয় কিম।
তবে মৃত্যুদন্ড সাধারন কোন ভাবে নয়..! মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি অত্যন্ত নৃশংস…! প্রথমে হাত-পা কেটে ও তারপর রাক্ষুসে মাছ পিরানা পুকুরে ফেলে হত্যার নির্দেশ দেয় কিম। কিমের সামনেই সেই সেনা কর্মকর্তার হত্যার রায় কার্যকর করা হয়।
এর আগে গত মাসে আমেরিকায় কিমের দুত হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় শীর্ষ বৈঠক ফলপ্রসূ না হওয়ায় উত্তর কোরিয়ার বিশেষ দূত কিম হায়োক চোল ও তার সঙ্গী পররাষ্ট্র মন্ত্রণালয়ের চার কর্মকর্তাকে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে হত্যা করা করা হয় কিমের নির্দেশে।