বন্দুক যুদ্ধে

সোনারগাঁওয়ে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী গিট্টু হৃদয় নিহত

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সোনারগাঁওয়ে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী , হত্যা মামলা সহ ১১ মামলার আসামী হৃদয় ওরফে গিট্টু হৃদয় (৩০) নিহত হয়েছে।

১০ মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের পাশে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছে মো. অহিদুল ও সৌরভ রায় নামে র‍্যাবের দুই সদস্য।

নিহত সন্ত্রাসী হৃদয় ওরফে গিট্টু হৃদয় সোনারগাও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকার মৃত সবুজ মিয়ার ছেলে। এসময় সন্ত্রাসী দলের আরো তিন সহযোগিকে আটক করে র‌্যাব। আটককৃতরা হলো জহিরুল ইসলাম ডলার, সেলিম ও প্রাইভেটকারের চালক।

র‍্যাব-১১ এর এএসপি মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে  জানা যায়, একদল দুষ্কৃতকারী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে । এ খবর শুনে র‌্যাব-১১’র একটি অভিযানিক দল ঘটস্থলে অভিযান চালায়।

এতে সন্ত্রাসীরা মহাসড়কের পাশে থাকা ঝোঁপ থেকে অতর্কিত আগ্নেয়াস্ত্র নিয়ে র‌্যাবের উপর হামলা চালায়, পরে র‌্যাব আত্মরক্ষার্থে  পাল্টা গুলি চালালে সন্ত্রাসী বাহিনীর সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে র‌্যাব সদস্যরা আহত অবস্থায় হৃদয়ের লাস পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান মনির জানায়, নিহত মাদক বিক্রেতা গিট্টু হৃদয় সোনারগাঁও থানার মাদক ব্যাসায়ীদের তালিকায় ১ নম্বর আসামি ও উপজেলার শীর্ষ সন্ত্রাসী। সোনারগাঁও থানা সহ বিভিন্ন থানায় তার নামে ১৭ মামলা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বন্দুক যুদ্ধে

ঢাকার আগারগাঁওয়ে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে এক অস্ত্রধারী নিহত

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ ঢাকার আগারগাঁওয়ে র্রাবের সাথে বন্দুক যুদ্ধে মো: করির হোসেন (৪৫) নামে এক অস্ত্রধারী নিহত হয়েছে। বন্দুক যুদ্ধে র‌্যারের দুই সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।