সোনারগাঁও উপজেলা

সোনারগাঁও উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

এ কে এম কামরুজ্জামানঃ সোনারগাঁও উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁও উপজেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ের এক সভায় তিন বছরের (২০১৯-২০২২) জন্য ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
সোনারগাঁ উপজেলা প্রেস ক্লাবের নব গঠিত কমিটির সভাপতি কালেরকন্ঠ ও মাইটিভির সাংবাদিক আসাদুজ্জামান নূর এবং বাংলাভিশন ও বাংলাদেশ প্রতিদিন এর সাংবাদিক আল আমিনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আমার সংবাদ ও এশিয়ার টেলিভিশনের সোনারগাঁ প্রতিনিধি পনির ভূইয়া (সহ-সভাপতি), প্রতিদিন সংবাদের সোনারগাঁ প্রতিনিধি আশরাফুল আলম (যুগ্ম সাধারণ সম্পাদক), দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার ইকবাল মজুমদার তৌহিদ (যুগ্ম সাধারণ সম্পাদক), দৈনিক দেশরূপান্তর পত্রিকার সাংবাদিক জহিরুল ইসলাম মৃধা (সাংগঠনিক সম্পাদক), দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি শাহজালাল মিয়া (সহ সাংগঠনিক সম্পাদক), ভোরের সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী সালাউদ্দিন (সাংবাদিক কল্যাণ সম্পাদক)।

এছাড়াও অগ্রবাণী প্রতিদিন পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি আক্তার হোসেন (অর্থ সম্পাদক), নতুন সময় টেলিভিশনের সোনারগাঁ প্রতিনিধি কাজী নেওয়াজ শরীফ (দপ্তর সম্পাদক), দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সাংবাদিক সহিদুল ইসলাম খোকন (প্রচার সম্পাদক), দৈনিক রূপালী পত্রিকার স্টাফ রিপোটার জাহাঙ্গীর হোসেন (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক), নির্বাহী সদস্যরা হলেন, বিজয় টিভির সাংবাদিক মনিরুল ইসলাম, সিএননিউজ টিভির সাংবাদিক মাসুম বিল্লাহ, এশিয়ান টেলিভিশনের ক্যামেরাপার্সন আতাউর রহমান, নীরবাংলা পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ওমর ফারুক এবং সাধারণ সদস্যরা হলেন- দৈনিক অপরাধ রিপোর্টের সোনারগাঁ প্রতিনিধি মাসুদ রানা, সময় ট্রিভিউন পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি আলমগীর হোসেন, দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি জামান ভূইয়া, বাংলাভিশনের ক্যামেরাপার্সন শ্রী হরি চন্দ্র বর্মন (অপু), মাইটিভির ক্যামেরাপার্সন সৌকত মিয়া।

নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সোনারগাঁ উপজেলায় কর্মরত সাংবাদিকরা আবারো নতুন উদ্দ্যামে সৎ, নিষ্ঠা ও দায়িত্বশীল হয়ে দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন সকল শ্রেণী পেশার মানুষ।
এদিকে সোনারগাঁ উপজেলা প্রেসক্লাবের নব গঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোনারগাঁ জনপ্রতিনিধি ঐক্য ফোরাম, সোনারগাঁ উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সোনারগাঁ সাংবাদিক ইউনিয়ন সহ সকল শ্রেণী পেশার নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

সোনারগাঁয়ে করোনা

এবার সোনারগাঁয়ে করোনার ভয়াল আক্রমন-১ দিনে আক্রান্ত আরও ৫৫ জন

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ এবার হঠাৎ করেই সোনারগাঁয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে ভয়ানক আকারে। গত ২৪ ঘন্টায় সোনারগাঁয়ে করোনা ভাইরাসে আক্রান্ত