নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ কাচঁপুরে অবস্থিত একটি রপ্তানিমুখী শিল্প কারখানার শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনাঘটেছে। এতে পুশিশ সহ প্রায় ২০ জন আহত হয়।
১৫ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে সোনারগাঁওয়ের কাচঁপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, শ্রমিকরা বকেয় বেতন ও কয়েটি সুযোগ-সুবিধার দাবিতে কাঁচপুরে বিক্ষোভ মিছিল করে। এসময় শ্রমিকরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা করে। পুলিশ তাতে বাধা দিলে শ্রমিক ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে কয়েক রাউন্ড রাবার বুলেট ও অর্ধশতাধিক টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষ
শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার বশির জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। মহাসড়েকে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যেকোন অনাকঙ্খিত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। সংঘর্ষ সংঘর্ষ