নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় এক পথচারি নিহত হয়েছে। ১৮ জুন বৃহষ্পতিবার রাত ৯টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ি এলাকায় নাভানা সিএনজি পাম্পের সামনে এ ধটনা ঘটে।
নিহত পথচারী আবুল কাসেম (৫৩) নোয়াখালী জেলার সোনাইমুহি উপজেলার দৈলতপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়, সোনারগাঁ উপজেলায় কাঁচপুর নয়াবাড়ি এলাকায় আবুল কাসেম নামের এক ব্যাক্তি রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে চট্রগ্রামগামী একটি প্রাইভেটকার (ঢাকা-মেট্রো গ ২৩-১৭১৬) তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কার সহ চালককে আটক করে এবং নিহত আবুল কাশেমের লাশ উদ্ধার করে কাচপুর হাইওয়ে থানায় নিয়ে আসে।
নারায়ণগঞ্জের ২৪ ঘন্টার সর্বশেষ করোনা পরিস্থিতি জানতে এখানে ক্লিক করুন
যেনে নিন নারায়ণগঞ্জের রেড জোন এলাকা-ক্লিক করুন
আরও পড়ুন..