নারায়ণগঞ্জ বাণী২৪ঃ সোনারগাঁয়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে করোনার সংক্রমন। গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকায় করোনা সংক্রমিত হয়েছেন সোনারগাঁয়ের স্থানীয় ও বসবাসরত ৯ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে।
গত ১৩ এপ্রিল সোমবার উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হাড়িয়া গ্রামে আবু বকর সিদ্দিক (১৪) নামের এক মাদ্রাসা ছাত্র প্রথম করোনায় আক্রান্ত হয়।
১৫ এপ্রিল সোনারগঁয়ে শহিদুল ইসলাম ও মোঃ রাসেল নামের আরও ২ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।
১৬ এপ্রিল শুক্রবার সোনারগাঁ থানায় কর্তব্যরত এক নারী পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
তিনি গত ৬ এপ্রিল ছুটি নিয়ে মুন্সীগঞ্জে গজাড়িয়ায় তার নিজ বাসস্থানে থেকে গত ১৬ এপ্রিল তিনি করোনায় আক্রান্ত বলে আসতে পারবেন না মর্মে থানা প্রশাসনকে অবগত করা হয়।
১৮ এপ্রিল সোনারগাঁয়ের কাঁচপুরে তারেক অজিজ নামের এক করোনা রোগী সনাক্ত হয়।
১৯ এপ্রিল রবিবার উপজেলার সম্ভুপুরা এলাকায় একজন করোনা রোগী সনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত ব্যক্তির বয়স ৪০।
এই দিনে ১৯ এপ্রিল উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া এলাকায় ৪৭ বছর বয়স্ক এক পুরুষের দেহে করোনা সনাক্ত হয়।
এদিকে গত ১৮ এপ্রিল শনিবার করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া আঃ রহিম (৩৮) করোনায় আক্রান্ত ছিলেন বলে সোমবার করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ এসেছে।
২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।এটাই সোনারগঁয়ে করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু।
এছাড়া উপজেলার সম্ভুপুড়া ইউনিয়নের চেলারচর গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া আসাদ মিয়া (৫০) করোনা পজেটিভ আসে।মঙ্গলবার সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।
এ নিয়ে সোনারগাঁয়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৯ জন । তাদের মধ্যে মৃত্যু বরন করেছেন ২ জন।