সোনারগাঁয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যুবলীগের মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জ বাণী নিউজঃ সোনারগাঁও উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি নবী হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সোনারগাঁ উপজেলা যুবলীগ। ১২ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে এসে শেষ হয়। বিক্ষোভ শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারন সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, আরিফ হোসেন, পিরোজপুর ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক তানভীর আহমেদ, সেচ্ছা সেবকলীগ সাধারন সম্পাদক আরিফুল ইসলাম রবিন প্রমুখ। প্রতিবাদ সভায় উপজেলা যুবলীগ সভাপতি নান্নু বলেন, সানাউল্লাহ হত্যা মামলা থেকে নবী হোসেনের নাম বাদ না দেয়া হলে আগামী ১৭ এপ্রিল ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে। সভা শেষে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলামের কাছে একটি শ্মারকলিপি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ইনফিনিটি

নারায়ণগঞ্জ ইনফিনিটি ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বাণী ২৪.কম: নারায়ণগঞ্জে ইনফিনিটি ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ শনিবার নারায়ণগঞ্জ চাষাড়া