নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সোনারগাঁয়েও মৌলবাদের পাখা গজিয়েছে উল্লেখ করে নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান মাসুম বলেছেন, একটি চক্র সোনারগাঁয়ে মৌলবাদিদের উস্কে দেওয়ার জন্য বিভিন্ন সভা সমাবেশ করছে, মৌলবাদিদের নিয়ে বিভিন্ন মিটিং মিছিল করছে।
তিনি বলেন, এই সোনারগায়ে স্বাধীনতার স্বপক্ষের শক্তি থাকবে ,স্বাধীনতার স্বপক্ষের শক্তি ছাড়া স্বাধীনতার চেতনাধারীরা ছাড়া সোনারগাঁয়ে আর কারো জায়গা হবেনা।
৬ ডিসেম্বর রবিবার সকাল ১১ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে সোনারগাঁ উপজেলা যুবলীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
মাসুম বলেন, ১৯৭১ সালে যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল তখন কিন্তু ঐ মৌলবাদিরা স্বাধীনতা চায়নি মৌলবাদিরা স্বাধীনতার বিরোধীতা করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃৃত্বে দেশ যখন স্বাধীন হয়েছে বাংলাদেশে বসে তারা স্বাধীনতার ফল ভোগ করছে। আজকে যখনই আমরা জাতির জনক শেখ মুজিবুর রহমানকে উপড়ে তুলে ধরতে চাই তখনই এই মৌলবাদ একাত্তুর সালের কাদাঁয় জাতির জনকের চেতনাকে মুছে দিতে চায়।
ইসলামের চেতনায় জাতির জনকের ভূমিকা তুলে ধরতে গিয়ে মোস্তাফিজুর রহমান মাসুম বলেন, দেশ স্বাধীন হবার পর জাতির জনক মদ জুয়া হারাম করেছে, ইসলামী ফাউন্ডেশন গঠন করেছে, কাকরাইল মসজিদের অনুদান দিয়েছে , টঙ্গি বিশ্ব ইজতেমার জায়গা দান করেছে,ওআইসিতে বাংলাদেশের সদস্য পদ এনে দিয়েছে।
সানারগাঁয়ে আওয়ামীলীগের রাজনৈতিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, সোনারগাঁয়ের সবচেয়ে জনপ্রিয় নেতা আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ও মাহফুজুর রহমান কালামের নেতৃত্বে আমরা সোনারগাঁ আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু সাংষ্কৃতিক ঐক্যজোট শ্রমিক লীগ সহ সকল অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ আছি। সোনারগাঁ যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে যুবলীগ সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।