সোনারগাঁয়ে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যাবসায়ী নিহত

নারায়ণগঞ্জ বাণী নিউজঃ সোনারগাঁয়ে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে আলমগীর নামের এক মাদক ব্যাসায়ী নিহত হয়েছে। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে। ২৪জুলাই মঙ্গলবার ভোরে সোনারগাঁ উপজেলার পিরোজপুর চেঙ্গাকান্দী আগমন সিএনজি স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল. দুই রাউন্ড গুলি এবং ১৫শ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-১১ সিনিয়র সহকারি পরিচালক আলেপ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করা কালে ২৪ জুলাই মঙ্গলবার ভোরে সোনারগা উপজেলার পিরোজপুর চেঙ্গাকান্দী আগমন সিএনজি স্টেশনের সামনে পৌছলে মাদক ব্যাবসায়ী আলমগীর ও তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাব ও পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যাবসায়ীরা পিছু হটে । পরে ্একজনের লাশ পরে থাকতে দেখে লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনা র‌্যাব-১১ এর হাবিলদার হাবিবুর রহমান ও কনস্টেবল মিজান তালুকদার আহত হয় । আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জিকিৎসা গ্রহন করে। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল , দুই রাউন্ড গুলি ও ১৫শত পিছ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, আলমগীর একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ী , তাহার বিরুদ্ধে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানায় ১৯ টি মামলা রয়েছে এর মধ্যে ১০টিই মাদক মামল। তাছারা নিহত আলমগীর পুলিশ ও র‌্যাবের তালিকাভুক্ত আসামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পুলিশ

নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকুরি হারাবে-দেখানো হবে পলাতক

নারাায়ণগঞ্জ বাণী২৪.কম’নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকরি হারাবেন পুলিশ সদস্যারা, সেই সাথে তাদের পলাতক দেখানো হবে বলে হুশিয়ারি দিয়েছেন