নারায়ণগঞ্জ বাণী নিউজঃ জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সোনারগাঁ থানার দায়েরকৃত ৩টি বিস্ফোরক মামলায় আদালতে আত্মসমর্পন করেছেন সোনারগাঁ থানা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর ও জেলা যূবদলের সাধারণ সম্পাদক শাহা আলম মুকুল সহ বিএনপির ৩৪ নেতাকর্মী। ৮ এপ্রিল রবিবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমান মিয়ার আদালতে হাজির হয়ে তাহারা আত্মসমর্পন করে জামিনের প্রার্থনা করিলে মামলার মূল নথী প্রাপ্তিসাপেক্ষে শুনানীর দিন ধার্য করে আদালত । তবে কবে শুনাণী হবে তাৎক্ষনিক ভাবে তারিখ জানা যায়নি । বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে সোনারগাঁ থানায় দারেকৃত পুলিশের কর্তব্য কাজে বাধা, হত্যা চেষ্ট, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা ৩ টি মামলায় হাইকোর্টে থেকে আগাম জামিন পেয়ে হাই কোর্টের নির্দেশ মোতাবেক ২রা এপ্রিল সোমবার। জেলা ও দায়রা জজ আদালতে জামিন নামা দাখিল করে সোনারগাঁ থানা বিএনপির এই ৩৪ নেতা-কর্মী।জামিনের মেয়াদ শেষ হওয়ায় রবিবার বিভিন্ন মামলায় আদালতে আত্মসমর্পন করেন সোনারগাঁ থানা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর, নারায়ণগঞ্জ জেলা যূবদলের সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল,বিএনপি নেতা ওসমান গনি রিুতু, ফয়সাল আহাম্মেদ ওরফে অতু, নেহাল উদ্দিন , মোজাম্মেল, মজিবুর রহমান , মোশারফ হোসেন, শহিদ সরকার, শাহিন, শফিক, নূর ইয়াসিন নোবেল, সালাউদ্দিন সালু , আমান উল্লাহ আমান, শহিদুল্লাহ, আমির আলী, আতাউর রহমান, নিজাম উদ্দিন নিজাম, ফারুক আহাম্মেদ তপন, আবেদ আলী মেম্বার, হাবিবুর রহমান হবু, হারুন অর রশিদ মিঠু, খোরশেদ আলম, মনির মেম্বার, হুমায়ন, শাহা আলম, বদরুল আলম, মোঃ মোক্তার হোসেন মিন্টু, বজলুর রহমান, গাজী হারুন অর রশিদ, নজরুল ইসলাম বাচ্চু, মোশারফ হোসেন, জালাল মিয়া এবং আঃ রউফ।