নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জ জেলার সিটি এলাকা সহ জেলার ৩ টি উপজেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। উপজেলা গুলো হলো আড়াইহাজার,বন্দর ও নারায়ণগঞ্জ সদর। গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৬ জন। তবে করোনায় আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়নি কারও।গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ৩ জন, বন্দর উপজেলায় ১ জন,আড়াইহাজার উপজেলায় ১ জন ও সদর উপজেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছে । করোনার সংক্রমণ
তবে রুপগঞ্জ ও সোনারগাঁ উপজেলায় নতুন করে কেউ করোনয় আক্রান্ত হয়নি কেউ। জেলা থেকে গত ২৪ ঘন্টায় ২৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন নমুনা সহ জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা ৭২ হাজার ৯৬১ টি ।
১৫ ফেব্রুয়ারি সোমবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য পাওয়া যায়। জেলা স্বাস্থ্য বিভাগ আরও জানায়, আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মৃত্যু বরণ করেছে ১৫৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ৮৫৯৮ জন। নতুন আক্রান্ত ৬ জন সহ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৮২৯ জন।