নারায়ণগঞ্জ বাণী নিউজঃ নারায়ণগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী প্রবীর ঘোষ হত্যা মামলায় গ্রেফতারকৃত দুই আসামীকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আলোচিত এ হত্যাকান্ডের ঘটনার তদন্তকারী কর্মকর্তা গ্রেফতারকৃত দুই আসামী পিন্টু দেবনাথ ও বাপেন ভৌমিককে ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করলে ১০ জাানুয়ারী মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবতাবুজ্জামান প্রত্যেকের বিরুদ্ধে ৫ দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৮ জুন শহরের বালুর মাঠ এলাকার নিজ বাসা থেকে কালির বাজার গিয়ে নিখোঁজ হন স্বর্ণ ব্যবসায়ী ভোলানাথ জুয়েলার্সের মালিক ভোলানাথ এর পুত্র স্বর্ণ ব্যাবসায়ী প্রবীর ঘোষ। নিখোঁজের পর তার পিতা ভোলানাথ ঘোষ বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরী করলে তার তদন্ত করতে দেওয়া হয় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা ডিবিকে। এ ঘটনা তদন্তকালে পিন্টু দেবনাথ ও বাপেন ভৌমিক নামে দুই জনকে অটক করে গোয়েন্দা পুলিশ। তাদের জিঞ্জাসাবাদের পর সোমবার রাত ১১টায় শহরের আমলাপাড়া ১০নং কে সি নাগ রোডের নূরুল ইসলাম ওরফে ঠান্ডু মিয়ার বাড়ির সেফটি ট্যাংক হইতে প্রবীরের খন্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে নারায়ণগঞ্জ সদর থানায় নিয়মিত হত্যা মামলা দায়ের কারে আসামী পিন্টু দেবনাথ ও বাপেন ভৌমিককে ১০ দিনের পলিশ রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরন করে মামলার তদন্তকারী কর্মকর্তা।