নারায়ণগঞ্জ বাণী২৪ঃ স্বাস্থ্যাবিধি মেনেই দোয়েল লিমিটেড ও স্বদেশ পরিবহন নামের দুই পরিবহন কোম্পানীর অর্ধশত যাত্রীবাহী বাস মেঘনা নিউ টাউন, মোগরাপাড়া চৌরাস্তা থেকে মদনপুর হয়ে গুলিস্থান পর্যন্ত চলাচল করছে । সরকারের নির্দেশনা মোতাবেক প্রতিটি গাড়িতে ৫০ শতাংশ সিট খালি রেখে যাত্রী উঠানো হচ্ছে
বিআরটিএ এর নির্দেশনা মোতাবেক পরিবহন মালিক পক্ষ পূর্বের নির্ধাতি ভাড়া থেকে ৬০ শতাংশ বেশী ভাড়া আদায় করা হচ্ছে। বাস ওঠার আগ মুহুর্তে যাত্রীদের মূখে মাস্ক না থাকলে মাস্ক ও হাতে হ্যান্ড স্যানেটাইজার ছিটিয়ে দিচ্ছে কাউন্টারে দায়িত্বরত সুপারভাইজার। চালক ও হেলপারদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় মাস্ক ও সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে। ৫০ শতাংশ সিট খালি রেখে চলাচল করছে এখানকার দুইটি কাউন্টার সার্ভিস বাস পরিবহন।
দোয়েল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক গোলজার হোসেন ভূঁইয়া বলেন, প্রতিটি যাত্রী ওঠার সময় যাত্রীদের মুখে মাস্ক আছে কিনা তা দেখে মাস্ক বিতরণ করা হচ্ছে। এছাড়াও বাসে ওঠার আগে সকল যাত্রীদের হাতে হ্যান্ড স্যানেটাইজার দেয়া হচ্ছে। তবে অনেক যাত্রী আছে এখনো সচেতন হয়নি। অনেকেই মাস্ক ছাড়াই গাড়ীতে যাতায়াত করতে চাইছেন। আমরা বাধ্যমুলক মাস্ক ব্যবহার নিশ্চিত করছি। এমনকি সরকার যদি পরিবহন নিয়মিত চালু রাখেন সেক্ষেত্রে আমরা তাপমাত্রা মাপার মেশিন কাউন্টার গুলোতে সরবরাহ করবো।
স্বদেশ পরিবহনের চেয়ারম্যান আব্দুর রহমান জানান, সরকারের নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে সার্ভিস চালাচ্ছি। ৫০ শতাংশ সিট খালি রেখে ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে যাত্রীদের কাছে টিকেট বিক্রি করা হচ্ছে।
এর আগে মহামারি করোনার বিস্তার রোধে সারা দেশে গন পরিবহন বন্ধ করে দেয় সরকার। দির্ঘ দুই মাাসের ও বেশি সময় পর সোমবার থেকে স্বাস্থ্য বিধি মেনে গন পরিবহন চলাচলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় সরকার।
নারায়ণগঞ্জে সোমবার আক্রান্ত ১৩৫ জন-পড়তে ক্লিক করুন এখানে
সুখবর-কমছে করোনা ভাইরাসের শক্তি-পড়ুতে ক্লিক করুন এখানে
সারাদেশে ২৪ ঘন্টায় করোনায মৃত্যু ৪০-আক্রান্ত ২৫৪৫ জন-ক্লিক করুন