নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ফেনীতে পুলিশের এসপির গাড়ি সড়ক দূর্ঘটনায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে গাড়িতে থাকা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার।
১৩ সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বোগদাদিয়া এলাকায় এই দুর্ঘটনায় ঘটে।
জানা গেছে, ফেনী সদর উপজেলার বোগদাদীয়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন শেষে ফেরার পথে কসবা এলাকার আসলে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে পরে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় পুলিশ সুপারের গানম্যান আজাহার এবং আহত হয় পুলিশ সুপার নুরুন্নবী ও অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান সহ গাড়িচালক মং সাই চাকমা।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। উদ্ধার করে তাদের শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আহতরা ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত পুলিশ সদস্য আজহারের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্য জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে পুলিশ। সড়ক দূর্ঘটনায়