নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ হটাৎ করেই আর্ন্তজাতিক সকল প্রকার ক্রিকেট ম্যাচ থেকে অবসর গ্রহন করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার ও বর্তমান জাতীয় দলের অধিনায়ক তামীম ইকবাল।
৬ জুলাই বৃহস্পতিবার সকালে হুট করে ডাকেন সংবাদ সম্মেলন। আর সংবাদ সম্মেলনে অশ্রঝরা চোখে জানিয়ে দেন আর্ন্তজাতিক সকল ক্রিকের থেকে সরে আসার কথা।
আরও পড়ুনঃ-বাবুরাইলে প্রাইভেটকারের চাপায় এক যুবক নিহত
তামীম জানান, আজ এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। এমন না যে সিদ্ধান্তটা হুট করে নেওয়া, পরিবার, বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছি। গত কিছুদিন ধরেই সিদ্ধান্তটা নিয়ে রেখেছি,আজ সবাইকে জানিয়ে দিলাম।
তামিম ধন্যবাদ জানান কোচ, বিসিবিসহ সতীর্থদের, ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে পাশে থাকার জন্য ।
দীর্ঘ পথচলায় আমার সব সতীর্থ, সব কোচ, বিসিবির কর্মকর্তাগণ, আমার পরিবার ও যারা আমার পাশে ছিলেন, নানাভাবে সহায়তা করেছেন, ভরসা রেখেছেন এবং আমার ভক্ত-সমর্থক, বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, সবার প্রতি কৃতজ্ঞতাও জানান তামীম।
জীবনের নতুন অধ্যায়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে তামীম সবাইকে ধন্যবাদও জানান। ’
Tamim iqbal