নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ রাজধানী ঢাকা সহ দেশজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে । বাতিল করা হয়েছে পুলিশ কর্মকর্তাদের ছুটি, সেই সাথে তাদের নির্দেশ প্রদান করা হয়েছে দ্রুত নিজ কর্মস্থলে ফেরার জন্য।
- আরও পড়ুন:-৩ মাস আটকে রেখে স্কুলছাত্রীকে গনধর্ষণ-ধারণ করা হয়েছে ধর্ষণের ভিডিও
- আরও পড়ুনঃ ৪৬ বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার শিক্ষক পদ শূন্য-সংসদে শিক্ষামন্ত্রী
২৩ নভেম্বর মঙ্গলবার দিবাগত মধ্যরাতে এ রেড অ্যালার্ট জারি করা হয়। সেই সাথে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটে সতর্কত থাকার নির্দেশ প্রদান করা হয়।
জানা গেছে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি ঘিরে কেউ যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য দেশ জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার স্বাস্থ্য সংকট নিয়ে গুজব বা অসত্য তথ্য ছড়ানোর কারণে বিশৃঙ্খলার বিষয়টিতেও নজর রাখা হচ্ছে বলে জানা গেছে।
গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে সারাদেশে।