নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ মহানবী হযরত মুহাম্মদ সা.-কে নিয়ে কোন প্রকার কটূক্তি করা যাবে না বলে এক রুলজারি করেছে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস (ইসিএইচআর)। বৃহস্পতিবার মহানবী হযরত মুহাম্মদ সা.এর নামে নামে কোন কটূক্তি করা যাবে না বলে রায় ঘোষনা করেন
অস্ট্রিয়ার নিম্ন আদালতের সাত জন বিচারক।
ইসিএইচআর সংস্থা আদালতের এই রায়কে সমর্থন করে ও তাদের পক্ষ থেকে জানায়, সমাজে সকল ধর্মের প্রতি
শ্রদ্ধা প্রদর্শন কর সাবার দায়িত্ব। কারো ধর্মিয় অনুভুতিতে আঘান হানার অধীকার কারো নেই।সমাজ ও ধর্মীয় শান্তি
প্রতিষ্ঠায় এই রুল জারি করা হয়েছে।
২০০৯ সালে মহানবী হযরত মুহাম্মদ সা.এর নামে অস্ট্রীয় নাগরিক মিসেস ‘এস ’ এর নামে একটি মামলা করা হয় আদালতে।
২০১১ সলে মিসেস ‘এস ’ এর অভিযোগ প্রমাণের হলে আদলত তাকে ৫৪৮ ডরার জরিমানা করেন।পরে মিসেস
‘এস” আবারো তার রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল কনের ,পরে উচ্চ আদাত তার রায় বাতিল করে নিম্ন আদালতের রায় বহাল রাখে।