হাইতিকে ৪-০ তে উড়িয়ে দিল মেসির আর্জেন্টিনা

রিপোর্টার : সুমাইয়া হোসেন লিয়া

বিশ্বকাপের আর মাত্র ২ সপ্তাহ বাকি। হ্যাঁ, দিনগুনলে মাত্র ১৪ দিন পরেই রাশিয়া বিশ্বকাপ। আসছে জুন মাসের ১৪ তারিখ স্বাগত দেশ রাশিয়া ও সৌদি আরব এর খেলা দিয়ে উঠবে এই বিশ্বকাপের পর্দা। শেষ মুহূর্ত বলেই হয়তো প্রায় প্রতিটি দেশই নিজেদের সর্বোচ্চ দিয়ে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। ফুটবল বিশ্বকাপ মানেই ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি কিংবা ফ্রান্স-পর্তুগাল। এবারের বিশ্বকাপে ইতালি নেই বলেই হয়তো ইতালিয় সমর্থকদের অভাব অনেকটাই ফাঁকা ফাঁকা লাগবে মাঠ, সেই সাথে টিভির পর্দাও। তবুও এই বিশ্বকাপ একবারের জন্য হলেও হাতে পাওয়া কিংবা আরেকটি তারকা খচিত জার্সি পরার প্রতি অন্য দেশগুলোর আকর্ষণবোধ এখনও আছে অটুট। কেও কারোর চেয়ে যেন এক বিন্দুও কম নয়- এই মর্মেই প্রতিটি দেশ প্রতিটি বিপক্ষকে সর্বোচ্চ শক্তির দল হিসেবেই ভেবে নিচ্ছেন। গতবারের (২০১৪ ব্রাজিল বিশ্বকাপ) রানারস আপ দল আর্জেন্টিনার তারকা খেলোয়াড়, মেসি নিজেদের ফেভারিট দল হিসেবে আখ্যায়িত না করলেও, ফুটবলপ্রেমীদের চোখ আর্জেন্টিনার খেলার প্রতি অনেক বেশিই থাকবে। মেসি, হিগুয়েন, আগুয়েরা ঠিকই জানেন সেই কথা। তারই পরিপ্রেক্ষিতে গত ৩০ মে হাইতির বিপক্ষে ম্যাচটিতে নিজেদের অস্তিত্ব জানান দিতে দেরি করেননি কেও ই। যদিও ৪-০ তে জেতা এই ম্যাচটির পুরোটা সময় মেসিই স্পটলাইট নিজের দিক কেড়ে নিয়েছেন, তবুও বলা যায় আগুয়েরোও কম যাননি। হিগুয়েন, মারিয়া নিষ্প্রভ থাকলেও কমতি হিসেবে ধরা দেননি। ১৭ মিনিটে পেনাল্টি দিয়ে শুরু, এরপর ৫৮ ও ৬৬ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন মেসি। এই হ্যাটট্রিকের মাধ্যমেই দক্ষিণ আমেরিকার দলগুলোর মধ্যে গোলের দিক দিয়ে ২য় অবস্থানে উঠে এসেছেন লিওনেল মেসি। তার সামনে এখন ৯২ ম্যাচে ৭৭ গোল করা ব্রাজিলীয় কিংবদন্তি- পেলে। পেলের সাথে নিজের মাত্র ১৪ গোলের ব্যবধান ঘুচালেই সর্বোচ্চ গোলদাতার তকমা পেয়ে যাবেন এই জাদুকর। ১০৮ র‍্যাংকিং এ থাকা হাইতির বিপক্ষে ৩ গোল মেসির পা থেকেই এসেছে আরেকগোলের এসিস্টও করেছেন তিনি নিজে। সেটিকে পরে গোলে পরিণত করেন আগুয়েরো। তবে মেসির আশা- বিশ্বকাপে তাকে সংগ দিবেন ক্রিশ্চিয়ান পাভন। আগামি ৯ জুন ইসরায়েলে গিয়ে আরেকটি  প্রীতি ম্যাচ খেলবে র‍্যাংকিং ৫ এ থাকা আর্জেন্টিনা। এখন বার্সেলোনাতে অনুশীলন সম্পন্ন করলেও ৯ জুনের পরই রাশিয়ার উদ্দেশ্যে উড়াল দিবে এই দল। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপের মাঠে নামবে তারা। কোচ সাম্পাওলির দিক নির্দেশনা মেনে চললে এবং প্রতিটি খেলোয়াড় নিজেদের খেলা খেলতে পারলে আর্জেন্টিনাকে এই বিশ্বকাপের ফেভারিট হিসেবে ধরে নিতে, কেও আটকাতে পারবেনা। তাই পুরো বিশ্ববাসীর নজর থাকবে গ্রুপ ডি তে থাকা আর্জেন্টিনার তিনটি খেলার দিকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

 আর্জেন্টিনায় কোচ সাম্পাওলিকে অনুর্ধ্ব-২০ এ দিতে হবে পরিক্ষা।

নারায়ণগঞ্জ বাণী নিউজঃ বিশ্বকাপে আর্জেন্টিনাকে আশানুরূপ সাফল্য এনে দিতে পারেননি হোর্হে সাম্পাওলি।