নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ হিরু আলম বলেছেন, হিরুকে (আমাকে) জিরো বানানো এত সহজ নয়। নির্বাচন কমিশন তার আপিল না-মন্জুর করার পর তিনি এ কথা বলেন।
হিরো অালম বলেন,আমার প্রর্থীতা কেন বাতিল করলো নির্বাচন কমিশন। আমি তাদের রায়ের বিপক্ষে উচ্চ আদালতে যাবো।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ স্বাক্ষর জমা দিতে হয়। আমার নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১২
হাজার ৮৬ জন। সে হিসেবে ৩ হাজার ১শ ২১ জনের স্বাক্ষর করা বহি জমা দিতে হয়।
আমি ৩ হজার ৫’শ জনের স্বাক্ষর জমা দিয়েছি। তবে আমার প্রর্থীতা কেন বাতিল করার পায়তার চলছে.? আমি উচ্চ আদালতে আপিল করবো।
উল্লেখ্য যে ,বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জন্য জাপা থেকে মনোনয়ণ পত্র সংগ্রহ করেছিলেন অাশরাফুল ইসলাম হিরু-ওরোফে হিরু আলম।
তবে জাপা থেকে তাকে মনোনয়ণ না দেওয়া স্বতন্ত্র প্রর্থী হিসেবে নির্বাচন করার ঘোষনা দেয় হিরু অালম ।
তবে স্বাক্ষর নকল করার অভিযোগে তার মনোনয়ণ পত্র বাতলি করে জেলা রির্টানিং অফিসার। এবার নির্বাচনকমিশন তার আবেদন নামন্জুর করেছে।