নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা
থেকে ১৮ এপ্রিল রবিবার বেলা ১২ টায় তাকে গ্রেফতার করা হয়।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও জোনের ডিসি হারুন অর রশিদ।
গ্রেপ্তার পর তেজগাঁও বিভাগের উপ-কমিশনারের কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও জোনের ডিসি হারুন অর রশিদ।
তিনি জানান, আপতত হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে মোহাম্মদপুর থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যান্য মামলার বিষয়ে পরে জানানো হবে।
গ্রেফতারের সময় মামুনর হক ওই মাদরাসার দ্বিতীয় তলার একটি কক্ষে অবস্থান করছিলেন বলে জানিয়ে গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা। গোয়েন্দা পুলিশ আরও জানায়, শতাধিক পুলিশ প্রথমে ওই মাদরাসাটা ঘিরে ফেলে । এরপর পুলিশ মাদ্রাসায় প্রবেশ করতে চাইলে শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করে। তবে অতিরিক্ত পুলিশ দেখে তারা হাল ছেড়ে দিয়ে সরে যায়। পরে মামুনুল হককে দোতালার একটি কক্ষ থেকে গ্রেফতার করে একটি মাইক্রোবাসে করে প্রথমে তেজগাঁও ডিভিশনের ডিসি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।