হেফাজত

হেফাজত কান্ড-প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক পোস্ট- ফতুল্লা ও রুপগঞ্জ থেকে গ্রেফতার ২

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ  প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি বিকৃত করে হেফাজত ইসলামের নেতা মামুনুল হককে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি বিকৃত করে উসকানিমূলক পোস্ট দেয়ার অপরাধে ফতুল্লা ও রুপগঞ্জ থেকে গ্রেফতার ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

আটকতৃতার হলেন ফতুল্লার তল্লা ছোট মসজিদ এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে ইমরান হোসেন (৩২) এবং রূপগঞ্জের নগরপাড়ার মৃত কদু মিয়ার ছেলে তরিকুল (২৯)।


তথ্য প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে ডিবি পুলিশ তাদের আটক করেছে বলে জনিয়েছেন জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া বিভাগের দায়িত্বে থাকা হাফিজুর রহমান।

তিনি জনান, আটককৃত ইমরান হোসেন ও তরিকুল  হেফাজত ইসলামের তাণ্ডবের সাথে তাদের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।তাদের নিজ এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক করা হয়েছে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ধর্ষণ মামলা

সোনারগাঁয়ে মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছে দ্বিতীয় স্ত্রী জান্নাত

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ  হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছে তার কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্না।