নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি বিকৃত করে হেফাজত ইসলামের নেতা মামুনুল হককে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি বিকৃত করে উসকানিমূলক পোস্ট দেয়ার অপরাধে ফতুল্লা ও রুপগঞ্জ থেকে গ্রেফতার ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
আটকতৃতার হলেন ফতুল্লার তল্লা ছোট মসজিদ এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে ইমরান হোসেন (৩২) এবং রূপগঞ্জের নগরপাড়ার মৃত কদু মিয়ার ছেলে তরিকুল (২৯)।
তথ্য প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে ডিবি পুলিশ তাদের আটক করেছে বলে জনিয়েছেন জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া বিভাগের দায়িত্বে থাকা হাফিজুর রহমান।
তিনি জনান, আটককৃত ইমরান হোসেন ও তরিকুল হেফাজত ইসলামের তাণ্ডবের সাথে তাদের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।তাদের নিজ এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক করা হয়েছে।