নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বাংলাদেশে করোনায় মৃত্যুর সংখ্যা ১০০০ ছাড়াল। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে আরও ৩৭ জন। নতুন ৩৭ জন সহ দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ১২ জন।
নারায়ণগঞ্জের গত ২৪ ঘন্টার করোনা পরিস্থিতি জানতে এখানে ক্লিক করুন
বাংলাদেশে করোনা আক্রান্তের নতুন রেকর্ড হলো আবারো। গত ২৪ ঘন্টায় সারাদেশে করোনা আক্রান্ত হয়েছে আরও ৩১৯০ জন। এনিয়ে দেশে করোনা সংক্রমনের শুরু থেকে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৮৬৫ ।
১০ জুন বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতি.মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
নাসিমা সুলতান আরও জানান, সারাদেশে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৯৯৪ টি । এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৯৬৫টি। করোনায় আক্রান্তদের মৃত ৩৭ জনের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ৪ জন নারী।