নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ধর্ষণ হল ১১ বছরের মাদ্রাসার ছাত্রী, ধর্ষণকারী তার আপন চাচাতো ভাই। মাদ্রাসা থেকে ফিরে দুপুর বেলা টিভি দেখার জন্য মাজিনা বেগম (১১) তার চাচার ঘরে যায়।
ঘর খালি থাকার সুযোগে তাকে জোরপূর্বক ধর্ষণ করে তার চাচাতো ভাই। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সোনাইমুড়ির বজরা এলাকায়।
মাজিনা বেগমের মা জানায়, দুপুর বেলা মাদ্রাসা থেকে ফিরে তার চাচা মোঃ মনাফের ঘরে টিভি দেখার জন্য যায়। পরে আমার মেয়েকে একা পেয়ে তার চাচাতো ভাই মোঃ মনা মিয়া (১৭) ধর্ষণ করে।
ধর্ষিতা ময়েটি রক্তাক্ত অবস্থায় তাদের ঘরে ফিরে এসে তার বড় বোনকে বিষয়টি জানায়।পরে লোকলজ্জার ভয়ে তারা গ্রামের
পল্লি- চিকিৎসক দিয়ে তাকে চিকিৎসা প্রদান করে। অবস্থার উন্নতি না হলে ২৪ নভেম্বর মেয়েটিকে বজরা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
তবে ২৫ নভেম্বর তাবে উন্নত চিকিৎসা প্রদানের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট্য জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল মজিদ জানায়, এ বিষয়ে থানায় এখনো কোন অভিযোগ দায়ের হয়নিা। তকে আমি
ঘটনাটি শুনেছি। হাসপাতালে গিয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি যানান।
সূত্র-বিডি-প্রতিদিন