নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ এক জনের শরীরে করোনা ভাইরারস সনাক্ত হওয়ায় সারাদেশে লকাডাউন ঘোষনা করেছে নিউজিলেন্ড। ১৭০ দিন পর করোনা পজেটিভের সংখ্যা শূন্যের কোঠায় ছিল দেশটিতে। খবর বার্তা সংস্থা রয়টার্স ও এক্সিওয়াস।
তবে হটাৎ করে একজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়ার সাথে সাথে সারাদেশে লকডাউন ঘোষনা করা হয়েছে দেশটিতে। ১৭ আগষ্ট মঙ্গলবার এক প্রতিবেদনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এ ঘোষনা দেন।
করোনা পজেটিভ হওয়া ব্যাক্তিটি নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডের। তার বয়স ৫৮ বছর। অকল্যান্ডে করোনা পজেটিভ পাওয়া শহরটিতে ৭ দিনের লকডাউন ও সারাদেশে ৩ দিনের লকডাউন জারী করা হয়েছে।
আক্রান্ত হওয়া ব্যাক্তি করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন বলে মনে করছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে সে করোনার কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।